ঢাকায় আসছেন ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট!

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 08:31:14

টেইট-লাবিয়ানকা হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে খ্যাতিমান পরিচালক টারান্টিনো নির্মাণ করেছেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। ঘটনাটির ৫০ বছর পূর্তিতে গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পেয়েছে। আগামী ২৩ আগস্ট বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

১৯৬৯ সালে চার্লস ও তার অনুসারীরা নির্বিচারে ৭ জনকে হত্যা করে সাড়া ফেলে দেয় যুক্তরাষ্ট্রে। হতভাগ্যদের একজন ছিলেন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কির অন্তঃসত্ত্বা স্ত্রী শ্যারন টেইট। ম্যানসন ফ্যামিলি নামে পরিচিত তার অনুসারীরা রোমান পোলানস্কির স্ত্রী শ্যারন টেইটসহ ৫ জনকে ১৯৬৯ সালের ৯ আগস্ট ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে।পরদিন একই গোষ্ঠীর সদস্যরা লস অ্যাঞ্জেলেসের ধনাঢ্য দম্পতি লেনো ও রোজমেরি লাবিয়ানকাকেও হত্যা করে। মার্কিন ইতিহাসে এ দুটি হত্যাকান্ড টেইট-লাবিয়ানকা হত্যা মামলা নামে সুপরিচিত।

জানা গেছে, সিনেমাটি হুবহু সেই সত্য ঘটনা নিয়েই নির্মিত হয়নি, সেটার সঙ্গে পরিচালক সংমিশ্রণ ঘটিয়েছেন কল্পনারও। রিক ডাল্টন নামের একজন নিজেকে হারিয়ে খোঁজা অভিনেতা এবং তার বন্ধু ক্লিফ বুথের সংগ্রাম নিয়ে এগিয়েছে গল্প। শ্যারন টেইট ছিলেন রিক ডাল্টনের প্রতিবেশী। না চাইতেও তাই রিক ও ক্লিফকে জড়িয়ে পড়তে হয় এই হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহে। কমেডি ও থ্রিলারের মিশ্রণে নির্মিত চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র রিক ও লিফের ভূমিকায় দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে। শ্যারন টেইটের চরিত্র করছেন মার্গট রবি।

সিনেমাটির অন্যতম আকর্ষণ ডিক্যাপ্রিও-ব্র্যাড পিট জুটি। স্বয়ং পরিচালক বলেছেন, এই জুটি পল নিউম্যান ও রবার্ট রেডফোর্ডের পর হলিউডের সবচেয়ে আকর্ষণীয় জুটি হতে চলেছে। এ দুই তারকা আগে টারান্টিনোর চলচ্চিত্রে অভিনয় করলেও একসঙ্গে কখনোই বড় পর্দায় আসেননি। চিত্রায়ন শুরুর পর থেকে দুজনের রসায়ন সবার মুখে মুখে ফিরছে।

কান চলচ্চিত্র উৎসবে তো দুই তারকা একত্রেই জানিয়েছেন, আবারও বড় পর্দায় একত্রে অভিনয় করতে চান তারা। কান উৎসবে দর্শকদের প্রবল প্রশংসায় ভেসেছে চলচ্চিত্রটি। প্রদর্শনী শেষ হওয়ার পর তো দর্শকরা টানা ৭ মিনিট দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানিয়েছে পরিচালকে।

এ সম্পর্কিত আরও খবর