দুই বাংলার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। কিন্তু এই জনপ্রিয়তা তাকে একটুও টানে না। তাই তো হুট করেই ২০১৫ সালের এপ্রিলে নিজের ষষ্ঠ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশের পর নিজেই ডুব দিয়েছিলেন। তারপর থেকে গানে আর সেভাবে দেখা যায়নি অর্ণবকে।
তবে এই ডুব দেওয়ার মাঝেও হাতেগোনা বেশ কয়েকটি লাইভ কনসার্টে গান করেছেন অর্ণব। বাংলাদেশে চলতি বছরে সর্বশেষ ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ শিরোনামের কনসার্ট করে সাড়া ফেলেছিলেন।
সেই ধারাবাহিকতায় এবার আবারও ঢাকায় লাইভ কনসার্টে গাইছেন অর্ণব। ২০ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে ‘হারিয়ে যাইনি তবু’ শিরোনামের কনসার্টে অংশ নিবেন অর্ণব। সম্প্রতি নিজের ফেসবুকে পেজ থেকে লাইভে এসে এমন তথ্য জানিয়েছেন এই গায়ক।
সেই লাইভে অর্ণব জানিয়েছে, সাধারণত কোনো কনসার্টে গিটার বাজিয়ে গান করি, কিংবা আমার সাথে এক দুইজনও গান করেন। কিন্তু এবার একটু ব্যতিক্রম আয়োজন নিয়ে আসছি। আশা করি কেউ হতাশ হবেন না।
জানা গেছে, ‘হারিয়ে যাইনি তবু’ এই কনসার্টের জন্য ইতিমধ্যে ৪ ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। যার সর্বনিম্ন মূল্য ৭৫০ টাকা আর সর্বোচ্চ টিকিটের মূল্য ৩৫০০ টাকা।
www.xirconium.com এই ওয়েব সাইট থেকে যেকেউ টিকিট সংগ্রহ করতে পারবেন।