কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নভেম্বরে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 21:30:15

দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ বছর পূর্তি হচ্ছে চলতি বছরে। আসছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিনেমাপ্রেমীদের কলরবে জমবে কলকাতা চলচ্চিত্র উৎসবের বিশেষ আয়োজন।

এ বছর চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ জার্মানি। জার্মানি মানেই একটি সমৃদ্ধশালী ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই দেশের নতুন-পুরোনো সব ধরনের ছবি দেখানো হবে উৎসবে।

এছাড়াও উৎসবের বিশেষ আকর্ষণ হয়ে থাকবেন প্রবাদপ্রতিম চিত্র-পরিচালক মৃণাল সেন। গত বছর ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছেন মৃণাল সেন। তার রেট্রোস্পেক্টিভ এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। বিভিন্ন ভাষায় নির্মিত পরিচালকের শ্রেষ্ঠ ছবিগুলি উৎসবে দেখানো হবে।

উৎসবে থাকবে ইতালীয় চিত্র-পরিচালক বেরনার্দো বের্তোলুচির রেট্রোস্পেক্টিভ। গত বছর নভেম্বরে মারা যান তিনিও।

এ বছর সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ৫০ বছর পূর্ণ হচ্ছে। দেখানো হবে এ ছবিও।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ চলবে ৮-১৫ নভেম্বর।

এ সম্পর্কিত আরও খবর