বাংলার গর্ব সাহানা

, বিনোদন

মাহবুবুর রহমান সজীব | 2023-08-26 15:41:45

সাহানা বাজপেয়ী। সংগীতশিল্পী, গীতিকার। সুরসাগরে এক মূর্তিমান মোহনীয়তা। দুই বাংলায় যেমন জনপ্রিয়, অন্য দেশে অবস্থানকারী বাংলাভাষীরাও চেনেন তাঁকে খুব। রবীন্দ্রসংগীত, ফিউশন, লোকসংগীত- মূলত এসব করেন। নাটক সিনেমায়ও কন্ঠ দিয়েছেন। করেছেন মৌলিক গান।

সেসবের বিভিন্নরকম স্বীকৃতি এর আগেও পেয়েছেন সাহানা। এবার পাচ্ছেন বর্ণাঢ্য আয়োজনে, বেঙ্গল’স প্রাইড অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে দাপুটে প্রভাব বিস্তারকারী বাঙালিদের জন্য এ পুরস্কার। উদ্যোগ ব্রিটেনের এশিয়ান পাবলিকেশনস লিমিটেডের। নেপথ্যে এশিয়ান ভয়েস এবং গুজরাট সমাচার। অনুষ্ঠান হবে ব্রিটিশ পার্লামেন্টে হাউজ অফ কমন্সের চার্চিল হলে, ৬ই জুন ২০১৮।

পুরস্কারের বিষয়টি জানিয়ে ফেসবুকে ধন্যবাদসমেত নিজের অনুভূতি শেয়ার করেছেন বাজপেয়ী।

একই আয়োজনে বিশেষ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। বিশ্ব অর্থনীতি ও সমাজ সংস্কারে অবদানের স্বীকৃতিস্বরুপ এই সম্মান।

অমর্ত্য আর সাহানার মিল তো পাওয়া গেল এখানে একটা। আরেকটা মিলও আছে দুজনের। পাঠভবন শান্তিনিকেতন। একই স্কুল।

ভারতের বর্ষীয়ান সাংবাদিক প্রণয় রায়, স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস দমন দপ্তরের প্রধান নীল বসু, চিকিৎসক প্রতাপ রেড্ডিও একই সঙ্গে পাচ্ছেন এই বেঙ্গল’স প্রাইড অ্যাওয়ার্ড।

এ সম্পর্কিত আরও খবর