মন্টেগোমারি চলচ্চিত্র উৎসবে ‘জলঘড়ি’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 15:54:14

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের’র মন্টেগোমারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘জলঘড়ি-স্টোরি নেভার ডাইস’। উৎসবে জুরি স্ক্রিনিং অফিসিয়াল সিলেকশন ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আউটস্ট্যান্ডিং ফিল্ম, আউটস্ট্যান্ডিং ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী, রাইটার, এডিটর, সিনেমাটোগ্রাফার বিভাগে অন্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আসাদ জামান বলেন, ‘আমি ভীষণ জোড় দিয়ে বলতে চাই যে এটি একটি নন লিনিয়ার গল্প। শুধু গল্প নয়, নির্মাণেও আমরা গৎবাঁধা ফর্মেশনের বাইরে গিয়ে কাজ করেছি।’

সিনেমার গল্পে দেখা যাবে, ৩১ ডিসেম্বর রাতে আকস্মিক কিছু ঘটনা আমূল পাল্টে দেয় তাদের জীবন, পাশাপাশি কিন্তু যোগাযোগহীন মানুষ গুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে। এভাবেই একের পর এক পথ মাড়িয়ে এগিয়ে চলে একেক জনের গল্প যা শেষপর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় নতুন বছরের উৎসব উদযাপনের প্রারম্ভকালে।

মাইন্ড টিউন মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ‘জলঘড়ি’তে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, শোয়েব মনির, নুসরাত জাহান খান নিপাসহ আরও অনেক অভিনয়শিল্পী।

এর আগে ‘জলঘড়ি’ ইংল্যান্ডের লিফট অব ফিল্ম ফেস্টিভাল অংশ নিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর