দীর্ঘ বিরতির পর আজ (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ‘জ্যাম’ সিনেমার শুটিং। রাজধানীর মহাখালীর বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘আজ থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এর আগে ৫০ শতাংশ কাজ হয়েছে। আজ থেকে টানা ৭ অক্টোবর পর্যন্ত আমরা শুটিং করবো তাহলে সিনেমাটির কাজ শেষ হবে বলে মনে করছি। এরপর আমরা গানের কাজ শুরু করবো।’
আরও পড়ুন: রাতে ঢাকায় আসছেন ঋতুপর্ণা
তিনি আরও বলেন, ‘আজ শুটিংয়ের অংশ নিয়েছেন শুভ, ফেরদৌস ও পূর্ণিমাসহ আরও অনেকেই।’
‘জ্যাম’ সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে।
প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় সিনেমাটির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
সিনেমাটি প্রযোজনা করেছে কৃতাঞ্জলি কথাচিত্র। আর এই সিনেমার মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান আবার চলচ্চিত্র প্রযোজনায় ফিরেছে।