গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুলাব গ্যাং’ ছবিতে প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছিলেন জুহি চাওলা। আর তাতেই দারুণ সাড়া ফেলেছিলেন বলিউডের এই অভিনেত্রী।
চমকপ্রদ তথ্য হলো- এবার আরও একবার খলনায়িকা হয়ে রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন ৫১ বছর বয়সী এই তারকা।
শিগগিরই একটি ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছেন জুহি চাওলা। সেখানেই তাকে পাওয়া যাবে খলনায়িকা হিসেবে। তবে ওয়েব সিরিজিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
খলচরিত্রে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি বলেন, “আমি সবসময় চাই ভিন্ন চরিত্রে অভিনয় করতে। যখন ‘গুলাব গ্যাং’ ছবিটিতে অভিনয় করেছিলাম সেসময় মানুষ ভাবতেও পারেনি আমি খলনায়িকার চরিত্রে অভিনয় করবো। কিন্তু আমি করে দেখিয়েছি। আর এটি ছিল আমার সেরা কাজ।’