৩৪ দিনে শুটিং শেষ ‘পাপ-পুণ্য’ সিনেমার

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 03:45:25

২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর মোট ৩৪ দিনে শুটিং শেষ হয়েছে ‘পাপ-পুণ্য’ সিনেমার। বার্তাটোয়েন্টিফোর.কমের সঙ্গে এক আলাপচারিতায় এমনটি জানালেন সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমার প্রাথমিক শুটিং শেষ করেছি দুই দিন হল। এখন এডিটিংয়ের কাজ করবো। এরপর যদি মনে হয়, কিছু শট দরকার তবেই আবার ক্যামেরা চলবে।’

গিয়াস উদ্দিন সেলিম

চাঁদপুরে হরিপুর চৌধুরী বাড়িতে সিনেমাটির প্রথম লটের ১৫ দিনের শুটিং হয়েছে। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে বেশ কিছু এলাকায় সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমার গল্প নিয়ে এক শব্দও বলা যাবে না। তবে আমার আগের দুইটি সিনেমার মত প্রেমের গল্প। আবার আমি আগে যে দুটি সিনেমা বানিয়েছি, এই সিনেমা তার থেকে আলাদা। আর এই ঘরনার এটাই শেষ সিনেমা আমার, এরপর নতুন কিছু আসবে।’

পাপ-পুণ্য

এদিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমাটি কবে মুক্তি পাবে আমরা এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত এখনো নিতে পারিনি। আগে সিনেমার কাজ পুরোপুরি শেষ হোক। তবেই জানাতে পারবো।’

তারকা বহুল ‘পাপ-পুণ্য’ সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, আফসানা মিমি ও ফারজানা চুমকিসহ অনেকে।

শাহনাজ সুমি

‘পাপ-পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা। ‘স্বপ্নজাল’ সিনেমার ১০ বছর আগে প্রথম ‘মনপুরা’ সিনেমা নির্মাণ করে সাড়া ফেলেছিলেন এই পরিচালক।

এ সম্পর্কিত আরও খবর