নারীর বিরুদ্ধে অপরাধ দেখলেই বিপজ্জনক রানি!

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2024-01-14 14:19:04

“তু কিসি লাড়কি কো হাত লাগাকে তো দিখা, তুঝে ইতনা মারুঙ্গি কি তেরি তোয়াচা সে তেরি উমার কা পাতা নেহি চালেগা” (কোন মেয়ের দিকে হাত তো তুলে দেখ, এত মারব যে চামড়া দেখে বয়স বোঝার উপায় থাকবে না)। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘মারদানি টু’ ছবির টিজার। আর সেখানেই এমন এক সংলাপ বলতে দেখা গেলো রানি মুখার্জিকে।

And here's the first look poster of #Mardaani2... Stars Rani Mukerji... Directed by Gopi Puthran... Produced by Aditya Chopra... 13 Dec 2019 release. pic.twitter.com/B6KBO2ktPH

— taran adarsh (@taran_adarsh) September 30, 2019
‘মারদানি’ ছবির মতো ‘মারদানি টু’তেও পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রয় চরিত্রে পাওয়া যাবে রানি মুখার্জিকে। যিনি নারীদের বিপদ দেখলেই সব বাধা বিপত্তি উপেক্ষা করে নিজের মতো কাজ চালিয়ে যান।

‘মারদানি টু’র গল্পে দেখা যাবে, ২১ বছর বয়সী এক তরুণ শিশু পাচার চক্রের মূল গুরু। বয়স কম হলেও অপরাধী হিসেবে তিনি ভয়ানক। যার খোঁজ পেতে গিয়ে হিমশিম খেতে হয় সকল পুলিশ কর্মকর্তাদের। আর এই খলনায়কের সঙ্গেই লড়াই করতে দেখা যাবে এসপি শিবানী শিবাজি রয়কে (রানি মুখার্জি)।

‘মারদানি টু’র মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন গোপী পুথরান। ছবিটি প্রযোজনা করছেন রানি মুখার্জির স্বামী আদিত্য চোপড়া। আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর