কলকাতায় জ্যোতির সিনেমা দেখলেন কবরী ও জয়া

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 22:11:53

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কলকাতার ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাংলাদেশের জ্যোতিকা জ্যোতির প্রথম সিনেমা ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। কলকাতার প্রথম সিনেমাতেই জ্যোতিকা জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে।

এদিকে কলকাতায় মুক্তি পাওয়া জ্যোতিকা জ্যোতির সিনেমাটি এরই মধ্যে হলে গিয়ে দেখেছেন বাংলাদেশের দুই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবরীর সাথে ছবি আপলোড দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, এটা আমার সৌভাগ্যই। ঘটনাচক্রে তিনিও দেখে ফেললেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বাংলাদেশে যার হাত ধরে আমার পর্দায় অভিষেক, ভারতের অভিষেকেও তাকে পাশে পেলাম। কিংবদন্তি কবরী।

রাজলক্ষ্মী ও শ্রীকান্ত

এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) কলকাতার হাইল্যান্ড পার্ক আইনক্সে জ্যোতিকার সিনেমাটি দেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জানা গেছে, এ সময় একই শো’তে জ্যোতিকা জ্যোতি ছাড়াও সিনেমাটি উপভোগ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক। জ্যোতিকা জ্যোতির আমন্ত্রণেই তারা সিনেমাটি উপভোগ করেন।

২০১৭ সালে ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার সিনেমা ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র শুটিং শুরু হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির গল্পে অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ সবই আছে বলে জানিয়েছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।

এ সম্পর্কিত আরও খবর