১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 11:26:15

দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’। বহু প্রতীক্ষার পর ১৫ নভেম্বর সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র অর্জন করেছে। গেল বছর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে দৌঁড়ে রয়েছে। গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৩ তম আসরে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এই পর্যন্ত অর্জন করেছে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ এবং জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার পায় সিনেমাটি।

ইতি, তোমারই ঢাকা

এ পর্যন্ত সিনেমাটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসব, ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুনে, চেন্নাইসহ প্রায় ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তন যুদ্ধই ছবির পটভূমি। সাথে উঠে এসেছে ঢাকার নিজস্ব সংস্কৃতিও।

ইতি, তোমারই ঢাকা

সিনেমাটির সবকিছুই নিপুণ দক্ষতায় তুলে ধরেছেন ১১ জন তরুণ নির্মাতা। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান জয়, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, আবদুল্লাহ আল নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

এই সিনেমায় অভিনয় করেছেন নূশরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, ত্রপা মজুমদার, ফজলুর রহমান বাবু, ফারহানা হামিদ, শাহতাজ মনিরা হাশিম, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর