এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব সপ্তাহ। আগামী ১২ নভেম্বর হংকংয়ের কে১১ মিউজিয়ায় এই আয়োজন শুরু হবে। এতে থাকছে কানের ৭২তম আসরে অফিশিয়াল সিলেকশনে থাকা ছয়টি ছবির প্রদর্শনী। টিকিট কিনে এগুলো দেখতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা।
ছয়টি ছবির তালিকায় আছে বেলজিয়ামের জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনের ‘ইয়াং আহমেদ’, ফ্রান্সের সেলিন সিয়ামা পরিচালিত ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’, ব্রাজিলের করিম আইনুজের ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’, ইতালির মার্কো বেলোচ্চিওর ‘দ্য ট্রেইটর, ফরাসি নির্মাতা ক্রিস্তফ নোরের ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট’ ও যুক্তরাষ্ট্রের মাইকেল অ্যাঞ্জেলো কভিনোর ‘দ্য ক্লাইম্ব’।
চলচ্চিত্র প্রদর্শনীর বাইরে মাস্টারক্লাসে ১৪ নভেম্বর অংশ নেবেন ‘ইয়াং আহমেদ’ ছবির দুই পরিচালক জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন। এর পরদিন (১৫ নভেম্বর) কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো উপস্থাপন করবেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের কাজ। এছাড়া ১৩ নভেম্বর একজন অতিথি আসবেন। ছয় দিনের কান উৎসব সপ্তাহের সমাপনী হবে ১৭ নভেম্বর।