যেসব গানে অমর হয়ে আছেন লালন

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-12-15 15:22:16

বাউল সম্রাট ফকির লালন শাহ বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক মৃত্যুরবণ করেন। বহু পরিচয়ের মধ্যে তাঁর একটি পরিচয় হচ্ছে তিনি ছিলেন আধ্যাত্মিক বাউল সাধক। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিনি একাধারে ছিলেন বাউল সাধক, বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। সেকারণে তাকে বাউল গানের অগ্রদূত হিসাবে বিবেচনা করা হয়।

এছাড়া এরই মধ্যে তাঁর সেই বাউল গানকে ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেছে।

আজ এই বাউল সাধকের মৃত্যুবার্ষিকী।

 

এ সম্পর্কিত আরও খবর