বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছেন। লিভারজনিত সমস্যার কারণে তিন দিন ধরে চিকিৎসাধীন আছেন তিনি।
জানা গেছে, গত ১৫ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিগ বি। এরপর রাত ২টার দিকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বলিউড তারকারা এখনও কেউই হাসপাতালে যাননি। কারণ অমিতাভের অসুস্থতার কথা বেশিরভাগ অনেকেই জানেননা। তার পাশে এখন পরিবারের সদস্যরা আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
৭৭ বছর বয়সী এই অভিনেতা হেপাটাইটিস বি রোগী। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হওয়ার পর এই রোগ ধরা পড়ে তার শরীরে। তখন এক ব্যক্তির রক্ত নিতে হয়েছিল তাকে। ওই রক্তই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ব্লগে অমিতাভ অকপটে জানিয়েছিলেন, ৭৫ শতাংশ অকেজো লিভার নিয়ে বেঁচে আছেন!
অমিতাভের হাতে এখন বেশ কয়েকটি ছবি আছে। এগুলো হলো অয়ন মুখার্জির ‘ব্রক্ষাস্ত্র’, নাগরাজ মানজুলের ‘ঝুন্ড’ ও সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’।