আইয়ুব বাচ্চু স্মরণে ‌‘রুপালী গিটার পড়ে আছে

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-12-31 17:58:05

এলআরবি তথা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান অগণিত। এর মধ্য থেকে কিছু গানের পংক্তি, শব্দ নিয়ে তৈরি হয়েছে নতুন একটি গান। যেখানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়েছে ভিন্নভাবে। এতে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ।

বাংলাঢোলের ব্যানারে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) প্রকাশিত হয়েছে গানটি। রাফিউজ্জামান রাফির কথায় ‘রুপালী গিটার পড়ে আছে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আট মাস ধরে একটু একটু করে গানটি তৈরি করেছেন বলে জানান শিল্পী।

‘রুপালী গিটার পড়ে আছে’ গান সম্পর্কে সুমন কল্যাণ বলেন, “শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক ছিলো। তাকে কাছে থেকে দেখেছি, বেশ কিছু প্রজেক্টে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। বাংলা সংগীতে তার অবদান অনস্বীকার্য, অতুলনীয়। এমন মানুষকে নিয়ে গান বাঁধতে পেরে, গানে গানে তাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবি’র ভক্তদের কাছে গানটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে থাকছে গানটির লিরিক ভিডিও। যে কোনো নম্বর থেকে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করেও শোনা যাবে গানটি।

এ সম্পর্কিত আরও খবর