রয়েল আলবার্ট হলে ইতিহাস গড়লো ‘বাহুবলী’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:46:03

২০১৫ সালের ৯ জুন ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছিল এমন একটি ছবি যা একদিনে ৫০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়ে। সেই সঙ্গে এটিই ছিলো ভারতের প্রথম ছবি যার প্রথম কিস্তির আগে মুক্তি দেওয়া হয় দ্বিতীয় কিস্তি। কথা হচ্ছে- এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ নিয়ে।

সম্প্রতি আরও একটি ইতিহাস গড়লো প্রভাস-আনুশকা অভিনীত ‘বাহুবলী’। কেননা এটি প্রথম নন ইংলিশ ছবি যা দেখানো হয়েছে লন্ডনের রয়েল আলবার্ট হলে।

শনিবার (১৯ অক্টোবর) লন্ডনের রয়েল আলবার্ট হলে আয়োজন করা হয় ‘বাহুবলী’র বিশেষ প্রদর্শনীর। এসময় সেখানে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা।

চমকপ্রদ তথ্য হলো- রয়েল আলবার্ট হল উদ্বোধনের ১৪৮ বছর পর এবারই প্রথম কোন নন ইংলিশ ছবি প্রদর্শিত করেছে। এর মধ্য দিয়ে আরও একটি নতুন ইতিহাস গড়লো ‘বাহুবলী’।

এ সম্পর্কিত আরও খবর