দ্রৌপদী হচ্ছেন মহাভারত মহাকাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র। যিনি ছিলেন মহাভারতের বীরাঙ্গনাদ্রৌপদী পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা এবং পঞ্চপাণ্ডবের সহধর্মিনী। এবার সেই দ্রৌপদী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
‘মহাভারত’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মধু মন্টেনা। আর সেই ছবিটিতেই দ্রৌপদী চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।
দ্রৌপদী চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বলেন, “আমরা সবাই ‘মহাভারত’কে এর পৌরাণিক কাহিনী ও আর্থ-সাংস্কৃতিক প্রভাবের জন্য জানি। যা থেকে আমরা জীবনের অনেক পাঠ সংগ্রহ করি। তবে যে গল্পটির সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিত সেটি হলো এই মহাকাব্যের শীর্ষস্থানীয় পুরুষদের। তাই আশা করছি এই নতুন দৃষ্টিকোণটি শুধু আকর্ষণীয়ই নয়, তাৎপর্যপূর্ণও হবে।”
‘মহাভারত’ ছবিটির কয়েকটি ভাগ তৈরি হবে বলেও জানিয়েছেন দীপিকা। তবে প্রথম ভাগটি মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।
এদিকে, ‘মহাভারত’ নামে একটি সিরিজ নির্মাণের কথা ছিলো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। কিন্তু কাস্টিং ও বাজেট নিয়ে সমস্যা থাকার কারণে পিছিয়ে গেছে সে কাজ। তবে মজার ব্যাপার হলো- এই সিরিজটির দ্রৌপদী চরিত্রটির জন্য দীপিকাকে প্রস্তাব দিয়েছিলেন আমির। কিন্তু তিনি সেটি ফিরিয়ে দেন।
বর্তমানে দীপিকা ব্যস্ত রয়েছেন ‘ছাপ্পাক’ ও ‘৮৩’ ছবির কাজ নিয়ে।