২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেট প্রকাশ করা হবে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)। এরই মধ্যে জুরি বোর্ডের সদস্যরা ঠিক করে ফেলেছেন দুই বছরে কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ঘোষণা আসবে আগামীকাল ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)।
তবে এরই মধ্যে বার্তাটোয়েন্টিফোর.কমকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ২০১৭ সালের সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পাচ্ছেন যৌথভাবে শাকিব খান ও আরিফিন শুভ। শাকিব খান পুরস্কার পাচ্ছেন ‘সত্তা’ সিনেমার জন্য আর আরিফিন শুভ পাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জন্য।
আর ২০১৮ সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পাচ্ছেন যৌথভাবে ফেরদৌস আহমেদ ও সায়মন সাদিক। ফেরদৌস আহমেদ পাচ্ছেন ‘পুত্র’ সিনেমার জন্য আর সাইমন সাদিক পাচ্ছেন ‘জান্নাত’ সিনেমার জন্য।
বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে পুরস্কারটি প্রদান করা হচ্ছে।