এন্ড্রু কিশোরকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছে প্লেব্যাক করে। পেয়েছেন ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আজ এন্ড্রু কিশোরের ৬৪তম জন্মদিন। এমন দিনে তাঁর কিছু জনপ্রিয় গানের মাধ্যমে তাঁকে স্মরণ করেছে বার্তাটোয়েন্টিফোর.কম। যদিও বর্তমানে সিঙ্গাপুরে চলছে ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসা।