২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেট প্রকাশ করা হয়েছে। ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেট অনুযায়ী, ২০১৭ সালের সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন যৌথভাবে শাকিব খান ও আরিফিন শুভ। শাকিব খান পুরস্কার পাচ্ছেন ‘সত্তা’ সিনেমার জন্য আর আরিফিন শুভ পেয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জন্য।
আর ২০১৮ সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পায়েছেন যৌথভাবে ফেরদৌস আহমেদ ও সায়মন সাদিক। ফেরদৌস আহমেদ পায়েছেন ‘পুত্র’ সিনেমার জন্য আর সাইমন সাদিক পেয়েছেন ‘জান্নাত’ সিনেমার জন্য।
বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে পুরস্কারটি প্রদান করা হচ্ছে।