কসমেটিকস প্রতিষ্ঠানের শেয়ার বেচে দিচ্ছেন কাইলি

বিবিধ, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 05:24:35

৩৬০ মিলিয়ন ডলার মূল্যের প্রসাধনী সামগ্রি বিক্রি করে ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নিয়েছিলেন ‘কাইলি কসমেটিকস’র প্রতিষ্ঠাতা কাইলি জেনার।

চমকপ্রদ তথ্য হলো- যে প্রতিষ্ঠানটির মাধ্যমে বিলিয়নিয়ার হয়েছিলেন কাইলি জেনার সেই ‘কাইলি কসমেটিকস’র ৫১ শতাংশ শেয়ার ৬শ’ মিলিয়ন ডলার মূল্যে আমেরিকান মাল্টিন্যাশনাল বিউটি কোম্পানি কোটি’র কাছে বিক্রি করে দিচ্ছেন কাইলি। সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী এই তারকা।

বিউটি কোম্পনি কোটির চেয়ারম্যান বলেন, “কাইলি বর্তমান সময়ের আইকন, এছাড়া ভোক্তাদের সৌন্দর্য নিয়েও তার অবিশ্বাস্য ধারণা রয়েছে।”

২০১৫ সালে লিপস্টিক বাজারে এনে ‘কাইলি কসমেটিকস’ বিউটি ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। এরপর মেকআপ ও স্কিনকেয়ার প্রোডাক্টও বাজারে আনে প্রতিষ্ঠানটি।

কাইলি জেনার হচ্ছেন কারদাশিয়ান পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য যার আয় বাকিদের তুলনায় অনেক বেশি।

এ সম্পর্কিত আরও খবর