অবসরের পরিকল্পনা জানালেন টম হল্যান্ড
হলিউডে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন টম হল্যান্ড। অভিনয় জীবন নেহাত মন্দ চলছিল না। কিন্তু ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ২০১৬ সালে। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় অল্প কিছুক্ষণের জন্য ক্যামিও চরিত্রে দেখা দেন হল্যান্ড। তবে চরিত্রটি ছিল সুপারহিরো জনরার সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘স্পাইডারম্যান’। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক নামকরা ফ্রাঞ্চাইজি ও সিনেমায় নাম লেখাতে থাকেন।
বিশ্বজোড়া সুপরিচিত নামে পরিণত হয়েছেন টম হল্যান্ড। সম্ভামনাময় ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন বর্তমানে, তবে এরমধ্যেই মুখ খুললেন অবসর নিয়ে। বছরের শুরুতেই অভিনয় থেকে বিশ্রাম বা অবসর নেওয়ার পরিকল্পনা জানালেন টম হল্যান্ড। যদিও এইবারই প্রথম নয়, ২০২৩ সালেও একবার অবসর নেওয়ার কথা বলেছিলেন হল্যান্ড।
হল্যান্ড বলেন, ‘আমি বাবা হলে সিনেমায় আমাকে আর দেখতে পাবেন না। গলফ্ এবং বাবা। পৃথিবীর মুখোমুখি হওয়ার থেকে আমি নিজেকে সরিয়ে নেব।’ ২৮ বছর বয়েসি তারকা হল্যান্ড একটি সাধারণ জীবন যাপনের ইচ্ছা পোষণ করেছেন। ‘মেনস’ হেলথের এক সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথা বলেন ব্রিটিশ বংশোদ্ভুত এই তারকা।
বক্তব্যে হল্যান্ড স্পষ্ট করেছেন, পরিবারকে সময় দিতে চান তিনি। সন্তানের বাবা হলেই অভিনয় থেকে বিরতি নেবেন। সবটুকু সময় পরিবারের জন্য বরাদ্দ করতে চান তিনি। বোঝাই যাচ্ছে পরিবার বা বিয়ে নিয়ে শুধু চিন্তা-ভাবনাই করছেন না, বরং ইতোমধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এই তারকা।
প্রসঙ্গত, সহশিল্পী জেনডায়ার সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড। সম্প্রতি তাদের বাগদানের খবর সামনে আসে। গ্লোন্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডায়ার হাতে হীরার আংটি দেখে সকলের মনে সন্দেহ জাগে এবং পরবর্তীতে বাগদানের তথ্য জানা যায়। জেনডায়া নিজেও হলিউডে প্রতিষ্ঠিত এবং সফল অভিনেত্রী। হল্যান্ড যেমন মার্ভেলের সবচেয়ে কাঙ্ক্ষিত হিরো, অভিনয় করেছেন আনচার্টেড, দ্য ডেভিল অল দ্য টাইম, চেরি‘র মতো ফ্রাঞ্চাইজি এবং সিনেমাতে।
অপরদিকে ডিউন, দ্য গ্রেটেস্ট শো’ম্যান, চ্যালেঞ্জার্সের মতো নাম করা সিনেমা এবং ফ্রাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে তেমন প্রভাব না ফেললেও স্পাইডারম্যান ট্রিলজিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল জেনডায়ার এমজে চরিত্র। এমনকি টম হল্যান্ডের ভবিষ্যত স্পাইডারম্যান সিনেমাগুলোতেও তার বিশেষ ভূমিকা থাকবে।
অভিনয় শিল্পী হিসেবে যে পর্যায়ে পৌঁছানো অনেক শিল্পীর স্বপ্ন, সেই স্থান খুব কম বয়সেই অর্জন করেছেন টম। বাফটা অ্যাওয়ার্ড পেয়েছেন, ফোর্বস ৩০’তেও তার নাম ছাপানো হয়। সবচেয়ে বড় কথা সুপারহিরো ফ্যানদের চোখের মণি হল্যান্ড। উজ্জ্বল ক্যারিয়ার সামনে রেখে ৩০ বছরে পা না রাখতেই অবসরের পরিকল্পনায় অনেক ভক্ত হতাশ হয়েছেন। আবার পরিবারকে প্রাধান্য দেওয়ায় অনেক ভক্ত খুশিও হয়েছেন।