দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন ডিক্যাপ্রিও

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 17:26:21

চেন্নাইয়ের জলসংকটের পর এবার দিল্লির বায়ুদূষণ নিয়ে সবর হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

দিল্লির বায়ুদূষণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ক’দিন আগে ইন্ডিয়া গেট চত্বরে বিক্ষোভ করেছিলেন ১৫০০ মানুষ। সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই বিক্ষোভের বেশ কয়েকটি ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন হলিউডের এই অভিনেতা।

শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ডিক্যাপ্রিও লিখেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অনুযায়ী ভারতে প্রতি বছর ১ দশমিক ৫ মিলিয়ন মানুষ দিল্লির বায়ুদূষণের ফলে মৃত্যুবরণ করছে। বর্তমানে দিল্লির বায়ুদূষণ ভয়াবহ রূপ ধারন করেছে। কিন্তু এই দূষণের বিরুদ্ধে ভারতীয় নাগরিকরা আন্দোলনে সোচ্চার হয়েছেন। যার জেরে দূষণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্যানেল গঠন করেছে।

লিওনার্দো ডিক্যাপ্রিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টটি

দিল্লির বায়ুদূষণ দূর করার জন্য চার দফা কর্মসূচির কথাও বলেছেন ডিক্যাপ্রিও। পাশাপাশি দূষণ রোধে যে সংগঠনগুলো কাজ করছে তাদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর