আর্টসেল’র ২০ বছর পূর্তিতে কনসার্ট

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 21:23:39

বাংলাদেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’ ১৯৯৯ সালে যাত্রা শুরু করে ২০১৯ সালে এসে বিশ বছর পূর্ণ করেছে। আর এই ২০ বছর পূর্তিতে ব্যান্ডদলটি উৎসবের ঘোষণা দিয়েছে।

উৎসবকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ শিরোনামে একটি কনসার্ট। সম্প্রতি আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড এই ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তিবদ্ধ অনুষ্ঠান

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’র মাধ্যমে বাংলাদেশে আউটডোর মেটাল কন্সার্টের নতুন সুচনা হবে। ইতিমধ্যেই এই কনসার্টের আয়োজনের কাজ অনেকাংশেই সম্পন্ন হয়েছে। শিগগিরি এই কনসার্টের টিকেট ‘টিকেটিং ওয়েবসাইট‘-এ পাওয়া যাবে।

আর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা। তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।

এ সম্পর্কিত আরও খবর