ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সংগীতের অন্যতম ব্যান্ড ‘মাইলস’। চলতি বছর জনপ্রিয় এই ব্যান্ডটি ৪০ বছর পূর্ণ করেছে। এজন্য দেশ-বিদেশ কনসার্ট করে নিজেদের ৪০ বছর উদযাপন করছে মাইলস।
সেই আয়োজনের সর্বশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিল সম্প্রতি এমন তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সর্বশেষ কনসার্টে মাইলসকে ঘিরে থাকবে নানা আয়োজন। যার মধ্যে মাইলসের ব্যবহার করা বাদ্যযন্ত্রের প্রদর্শনী, বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন, বিভিন্ন অর্জন প্রদর্শন, গানের কথা এবং তার পেছনের কাহিনী প্রদর্শনীসহ অনেক চমক।
এ প্রসঙ্গে ব্যান্ড দিলটির ভোকাল শাফিন আহমেদ জানিয়েছেন, মাইলসের চল্লিশ বছর পূর্তির সর্বশেষ আয়োজনটি আমরা বাংলাদেশেই রেখেছি। সবাইকে চমক দিতে আমাদের পাশাপাশি অন্যান্য ব্যান্ডও বাজাবে। ভক্তদের জন্য ঐদিন থাকবে বেশ কিছু সারপ্রাইজ।
বর্তমানে ব্যান্ড দিলটির নেতৃত্ব দিচ্ছেন হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য।