চিকিৎসার জন্য ৩০ লাখ টাকায় রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের দীর্ঘদিনের সহচর মোমিন বিশ্বাস।
জানা গেছে, রাজশাহীরে নিয়মিত যাওয়া আসা ছিল এন্ড্রু কিশোরের। সেজন্য কয়েক বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি।
এদিকে এন্ড্রু কিশোরের একটি পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর ক্যান্সার ধরা পড়ার পর এন্ড্রু কিশোর সিদ্ধান্ত নেন, চিকিৎসার জন্য তিনি কারও কাছ হাত পাতবেন না। সেকারণে তিনি ফ্ল্যাটটি বিক্রিয় সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়ি বিক্রির টাকায় ব্যয়বহুল চিকিৎসার জন্য যথাযথ না হলে এক প্রকার বাধ্য হয়ে চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু।
‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠন করার পর এই পর্যন্ত ৫০ লাখ টাকার মতো সহায়তা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে গেল সেপ্টেম্বর মাসে। সেই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি।