‘সাগরদ্বীপে যকের ধন’র খোঁজে পরমব্রত-কোয়েল

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 06:32:26

বড় বাজটের কারণে টলিউডে এর আগে অ্যাডভেঞ্চার নিয়ে সেভাবে কোন কাজ হয়নি বললেই চলে। তবে, গত কয়েক বছরে বাংলা চলচ্চিত্রে এসেছে অনেক পরিবর্তন। এখন অনেক পরিচালক, প্রযোজকই বেছে নিচ্ছেন অ্যাডভেঞ্চার নির্ভর চিত্রনাট্য। আর সেই তালিকাতেই নবতম সংযোজন ‘সাগরদ্বীপে যকের ধন’। এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘যকের ধন’ ছবির সিক্যুয়েল। প্রযোজনায় রয়েছেন সুরিন্দর ফিল্মস।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। যা বেশ সাড়া ফেলেছে। ভিউ হয়েছে চার লাখের বেশি। এতে বিভিন্ন চরিত্রে দেখা গেছে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, রজতাভ দত্ত, কৌশিক সেন, কাঞ্চন মল্লিকের মত কলাকুশলীদের।

‘সলিল সমাধি মাঝে আছে চাবি তার, দক্ষিণাবর্তে খুলে যাবে দ্বার।’ ট্রেলারের মাঝে পরমব্রতর গলায় এই সংলাপটি যেন সিনেমা দেখার জন্য এক সাসপেন্সের সৃষ্টি করেছে। সেই রহস্যে মোড়া চিত্রনাট্য দর্শকদের আকর্ষণ করতে সফল হয় কিনা, নজর সেদিকেই। তবে বড় পর্দায় ভিজ্যুয়াল এফেক্টস দর্শকদের মন কাড়বেই।

ছবিতে বিমলের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সাগরদ্বীপে যকের ধন কুমারের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। ডক্টর রুবির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। সিকিম, থাইল্যান্ড এবং কলকাতার শুটিং হয়েছে ছবির।

থাইল্যান্ডে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, থাইল্যান্ডে পানির নীচে শুটিং হয়েছে, কিছু স্ট্যান্টও রয়েছে। যেসব জায়গায় সাধারণত পর্যটকরা যান না, সেরকম লোকেশনে শুট করেছি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন মিমো। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

এ সম্পর্কিত আরও খবর