নেটফ্লিক্সে এলো ‘ইতি তোমারই ঢাকা’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 14:02:54

বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে এলো বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’। আজ (১৬ ডিসেম্বর) থেকে বিশ্বের প্রায় ১৬ কোটি গ্রাহকের নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

এর আগে গেল ১৫ নভেম্বর দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইতি, তোমারই ঢাকা’। বর্তমানে রাজধানীর যমুনা ব্লকবাস্টারে চলছে সিনেমাটি।

১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। সিনেমাটিতে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

সিনেমাটির পোস্টার

সিনেমাটি নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

বছরব্যাপী বিশ্বের প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হওয়া সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ সম্পর্কিত আরও খবর