আরও একটি বছর বেড়ে গেল বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর সালমান খানের। শুক্রবার (২৭ ডিসেম্বর) ৫৪তম জন্মদিনের কেক কেটেছেন বলিউডের এই সুপারস্টার।
ভাইজানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির প্রায় সকল তারকা।
জন্মদিনের প্রথম প্রহরে ভাগ্নে আহিল শর্মাকে নিয়ে কেক কেটেছেন সালমান খান। সেখানেও দেখা গেছে তারকাদের উপস্থিতি।
এদিকে, গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’। চমকপ্রদ তথ্য- সাল্লুর ৫৪তম জন্মদিনে শত কোটির ঘরে পৌঁছে গেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নতুন একটি ইতিহাস গড়লেন সালমান খান।
বক্স অফিসের তথ্য অনুযায়ী সালমান খান বলিউড ইন্ডাস্ট্রির প্রথম অভিনেতা যার অভিনীত ১৫টি সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকেছে।
সালমান খানের অভিনীত সিনেমাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এর আয় ৩৩৯ কোটি রুপি। এরপর ‘বজরঙ্গি ভাইজান’ (৩১৫ কোটি ৪৯ লাখ), ‘সুলতান (৩০০ কোটি ৬৭ লাখ), ‘কিক’ (২১১ কোটি ৬৩ লাখ), ‘ভারত’ (১৯৭ কোটি ৩৪ লাখ), ‘প্রেম রতন ধন পাও’ (‘১৯৪ কোটি ৩০ লাখ), ‘এক থা টাইগার’ (১৮৬ কোটি ১৪ লাখ), ‘রেস থ্রি’ (১৬৬ কোটি ১৫ লাখ), ‘দাবাং টু’ (১৪৯ কোটি ৫২ লাখ), ‘বডিগার্ড’ (১৪৪ কোটি ৭৮ লাখ), ‘দাবাং’ (১৪১ কোটি ২৪ লাখ), ‘রেডি’ (১২০ কোটি ৭২ লাখ), ‘টিউবলাইট’ (১১৪ কোটি ৫৭ লাখ), ‘জয় হো’ (১০৯ কোটি ৩৫ লাখ) ও ‘দাবং থ্রি’ (১০৭ কোটি)।