মারা গেছেন সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 15:19:10

জনপ্রিয় সংগীত পরিচালক বাসুদেব ঘোষ রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার কিছু সময় পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বার্তা২৪.কমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গীতিকার ও সাংবাদিক এ মিজান।

এ মিজান বলেন, বারডেম হাসপাতালের ডাক্তাররা তাকে ১১টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মগবাজারের বাসায় নেওয়া হয়েছে। আমি তার বাসার পথে আছি।

বাসুদেব ঘোষের মরদেহ রাতেই তার জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালির কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার।

বাসুদেব ঘোষ সংগীত পরিচালনা শুরু করেছেন ১৯৯৫ সাল থেকে। তার সুর করা জনপ্রিয় গানের তালিকায় আছে ‘তোমার ঐ মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।

এ সম্পর্কিত আরও খবর