অভিযুক্ত শিহাব শাহীন যা বললেন

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-27 04:36:54


কলকাতার সংগীতশিল্পী স্যমন্তক, বাংলাদেশেও তার পরিচিতি বাড়ছে দিনকে দিন।

প্লেব্যাক করেছেন বেশকিছু চলচ্চিত্রে।

‘স্যমন্তক অ্যান্ড মেটস’ নামে একটি ব্যান্ডও আছে তার।

করছেন সংগীত পরিচালনাও।


আরও পড়ুনঃ এটাই আসল সানি লিওনি

পুরনো গান নতুন করে গেয়ে এই প্রজন্মের শ্রোতাদের সামনে নিয়ে আসার যে তাড়না, সেটি ছুঁয়েছ স্যমন্তককেও।

নতুন সংগীতায়োজনে তার কণ্ঠ জুড়ে যায় শ্যামল মিত্রের ‘কী নামে ডেকে বলবো তোমাকে’ গানটিতে।

গানটি ইউটিউবে আসে ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি।

স্যমন্তকের অভিযোগ ছিলো-

তার গাওয়া এ গানটিই শিহাব শাহীন ব্যবহার করেছেন ‘এই শহরে কেউ নেই’ টেলিফিল্মে।

গান ব্যবহারের জন্য কোনো ধরণের সম্মানী প্রদান তো দূরে থাক, তার কাছ থেকে বিন্দুমাত্র অনুমতিও নেননি এই পরিচালক।


অবশেষে শিহাব শাহীনের বক্তব্য পাওয়া গেলো।


আরও পড়ুনঃ রেনেসাঁ’কে মনে আছে?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যমন্তকের ফ্যান পেজে তিনি যোগাযোগ করেন এবং বলেন যে-

এ ব্যাপারে আমার কোনো ধারণা ছিলো না এবং আজকের আগে এই মিউজিক ভিডিওটি আমি দেখিওনি।

শিহাব শাহীন পুরো কাজটার দায় চাপিয়েছেন টেলিফিল্মটির এডিটর রমজান আলীর ওপর।

তার ভাষ্যমতে-

আমি অন্য নাটকের শুটিং করাকালীন সময়ে এডিটর রমজান আলী এই গানটিকে ‘এই শহরে কেউ নেই’-এর প্রমোতে ব্যবহার করেছিলেন। ইদের আগেই প্রমো মুক্তি পেয়েছিলো। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এই গানটি কার, সে বললো এটি তার এক ভারতীয় বন্ধুর গান এবং তাকে জানিয়েই গানটি ব্যবহার করা হয়েছে।

পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ারের মাধ্যমে একটু আগেই জানিয়েছেন স্যমন্তক।

আরও পড়ুনঃ

‘গান চুরি’র অভিযোগ পরিচালকের বিরুদ্ধে
চাণক্য হয়ে আসছেন অজয়

এ সম্পর্কিত আরও খবর