মিস্টার বিন নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর! কারণ তিনি এমন একজন অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতা দেখিয়ে জায়গা করে নিয়েছেন ছোট-বড় কোটি কোটি দর্শকের হৃদয়ে। আজ (৬ জানুয়ারি) ৬৫ বছরে পা দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। চলুন জেনে নেওয়া যাক তার জীবনের জানা-অজানা ১০টি তথ্য...
ইংল্যান্ডের ডুরহামে ১৯৫৫ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন মিস্টার বিন। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। ডাক নাম রো।
শুধু একজন দক্ষ অভিনেতা নয়, মিস্টার বিন একজন ব্রিটিশ লেখকও। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ব্যঙ্গরচনা এবং স্কেচ শোর জন্য।
নিউক্যাস্টেল এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দুটি ডিগ্রি অর্জন করেছেন মিস্টার বিন।
মিস্টার বিনের স্কুলসঙ্গী ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
গাড়ির প্রতি বেশ ঝোক রয়েছে মিস্টার বিনের। তার সংগ্রহে রয়েছে রেনুয়াল্ট ৫ জিটি টারবো, হন্ডা সিভিক হাউব্রিড, ম্যাকলরেন এফ১ এবং আস্টিন মেট্রোসহ প্রমুখ।
প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটনের বিয়ের অতিথিদের তালিকায় ছিল মিস্টার বিনের নামটিও।
জেমস বন্ড সিরিজের দারুণ ভক্ত হলিউডের এই তারকা। এমনকি তিনি ১৯৮৩ সালে ‘নেভার সে নেভার অ্যাগেইন’-এ পার্শ্ব অভিনেতার চরিত্রেও অভিনয় করেছেন।
১৯৮০ সালে বিবিসি মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে পরিচয় হয় মিস্টার বিনের। পরে ১৯৯০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
দুই সন্তানের জনক মিস্টার বিন। তাদের নাম লিলি ও বেনজামিন।
মিস্টার বিন চরিত্রটির নাম প্রথমে রাখা হয়েছিলো মিস্টার হোয়াইট এরপর সেটি পাল্টে রাখা হয় মিস্টার কলিফ্লাওয়ার। কিন্তু সবশেষ তার নাম ঠিক করা হয় মিস্টার বিন।