শিখদের আপত্তির মুখে সানি লিওনি!

, বিনোদন

এন্টারটেইনমেন্ট ডেস্ক | 2023-08-25 17:16:37

সানি লিওনির আসল নাম কী?

ক’দিন আগেই তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন যে, ‘কারেনজিৎ কৌর ভোরা-ই আসল আমি। সানি লিওনি আমার তৈরি করা ব্র্যান্ড ছাড়া কিছুই নয়।’

সানির এ রকম মন্তব্য করার কারণ আছে। আত্মজীবনী প্রকাশ পাচ্ছে তার। বইয়ের পাতায় নয়, পর্দায়। তার বায়োপিক আসছে ওয়েব সিরিজ আকারে। নাম ‘কারেনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’।

বাকি আর মাত্র একদিন!

জি ফাইভ-এ ওয়েব সিরিজটির প্রিমিয়ার ১৬ জুলাই।

কিন্তু শেষ মুহূর্তে এসে সানি পড়লেন আপত্তির মুখে।

শিখ ধর্মালম্বীদের সংগঠন ‘শিরোমনি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি’, সংক্ষেপে যাকে ডাকা হয় এসজিপিসি, তারা সানির ওয়েব সিরিজটির নাম নিয়ে আপত্তি তুলেছেন।

তাদের দাবি, সানি ওয়েব সিরিজটির নামে ‘কৌর’ শব্দটি ব্যবহার করতে পারবেন না।

সংগঠনটির মুখপাত্র ও অতিরিক্ত সচিব দিলজিৎ সিং বেদি বলছেন,

যেহেতু সানি লিওনি শিখ ধর্মের আচার-কানুন অনুসরণ করেন না। ফলে নামের শেষে ‘কৌর’ ব্যবহারের অধিকার তার নেই।

বলছেন তিনি,

কৌর খুবই সম্মানজনক বিশেষণ, যেটা একই ধর্মের মেয়েদেরকে দেয় শিখ গুরুরা। যে এ ধর্মের রীতি মেনে চলে না, তার এটা ব্যবহার করা উচিত নয়। এতে শিখ ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। শিখরা এটা কখনও হতে দেবে না। সানির উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

তার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বিবি জাগির কৌর, যিনি স্ত্রী আকালি দলের সভাপতি, বলছেন-

সানি ‘কৌর’ ব্যবহার করছেন বায়োপিকের ব্যবসার জন্য। কিন্তু এটা যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে, সেটা তিনি ভাবছেন না।

সানি লিওনি অবশ্য তাদের এ আপত্তি নিয়ে মোটেও বিচলিত নন।

 


আরও পড়ুন:

সানি লিওনি’র না বলা গল্প

এটাই আসল আমি, বললেন সানি

আসিফের নায়িকা হচ্ছেন মাহি?

এ সম্পর্কিত আরও খবর