জনপ্রিয়তার কারণে নায়কও করা হয়েছিল দিলদারকে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 13:16:37

ঢাকাই সিনেমার কমেডি সুপারস্টার বলা হয় দিলদারকে। তবে এই কমেডিয়ানকে তার তুমুল জনপ্রিয়তার কারণে নায়কও করা হয়েছিল। শুধু তাই নয়, সেই সিনেমা ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাবও পেয়েছিল। সেই আলোচিত সিনেমার নাম ‘আব্দুল্লাহ’। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল নির্মাণ করেছিলেন সিনেমাটি।

দিলদারের পুরো নাম দিলদার হোসেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সালের ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ের পা রাখেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা।

নায়কের সহ অভিনেতা ও খল অভিনেতার চরিত্রে অভিনয় করলেও ঢাকায় সিনেমায় কৌতুক অভিনেতা হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন দিলদার।

 পরিবারের সঙ্গে দিলদার 

অসংখ্য বাংলা সিনেমায় অভিনয়ের পর ২০০৩ সালে দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

২০০৩ সালের ১৩ জুলাই ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন দিলদার। ব্যক্তিজীবনে দিলদার দুই কন্যা সন্তান রেখে গেছেন।

এ সম্পর্কিত আরও খবর