এফডিসিতে সংঘর্ষ, সহকারি পরিচালক আহত

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 06:00:33

অপরাধ- সহকারি পরিচালক সমিতির সদস্য না হয়েও শুটিং করা!

এ ‘অপরাধে’ মারধোর করা হয়েছে জিয়াউল হক মনিরকে। তিনি এখন হাসপাতালে ভর্তি।

ঘটনা মঙ্গলবারের। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এফডিসির কড়ইতলায় ‘বয়ফ্রেন্ড’ ছবির সেটে মনিরের ওপর আক্রমণ চালানো হয়।


জানা যাচ্ছে, ওই সময় সহকারি পরিচালক হিসেবে ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং করছিলেন মনির।

শুটিংয়ের সেটে সহকারি পরিচালক সমিতির (সিডাব) সাধারণ সম্পাদক কাজী মনির ও সহ-সাধারণ সম্পাদক সরদার মামুনের নেতৃত্বে আট-দশজনের একটি দল জিয়াউল হক মনিরের ওপর আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেধড়ক পেটানো হয় মনিরকে।


হামলার শিকার মনির এফডিসির উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তার ওপর আক্রমণের ঘটনা পরবর্তীতে উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির কার্যালয়ে পৌঁছুলে তারা সংগঠিত হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া করে। পাল্টা হামলায় সিডাবের এক সদস্য আহত হয়েছেন। গাজী নামের সিডাবের ওই সদস্য মনিরের উপর হামলাকারীদের দলে ছিলেন এবং পাল্টা ধাওয়া খেয়ে তখন পালাচ্ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে।

সিডাব সদস্যদের হামলায় আহত মনিরকে প্রথমে মগবাজার ইনসাফ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজে। মনির এখন চিকিৎসাধীন।

খবর পেয়ে তখনই পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও প্রচার সম্পাদক বজলুর রশিদ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার দুপুর ১২টায় মধ্যস্থতার জন্য সহকারি পরিচালক সমিতি এবং উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতি- এ দু’পক্ষের প্রতিনিধিদেরকে ডেকেছে পরিচালক সমিতি।

ওদিকে এ ঘটনায় আহত মনিরের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আহত জিয়াউল হক মনির জানাচ্ছেন, সহকারি পরিচালক সমিতির (সিডাব) সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। 

একাধিকবার চিঠিও দিয়েছেন।

কিন্তু সিডাব তার আবেদনে সাড়া দেয়নি।

বাধ্য হয়ে শুটিং করছিলেন তিনি।

তাকে অন্যায়ভাবে মারা হয়েছে বলে অভিযোগ মনিরের।

এ সম্পর্কিত আরও খবর