নায়করাজের জন্মদিনে দিনব্যাপী আয়োজন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 05:45:38

বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪২ সালের এই দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে জনগ্রহণ করেন এই অভিনেতা। জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে চ্যানেল আই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, সকাল সাড়ে ৭টায় প্রচার হয় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এ আয়োজনে শুধুমাত্র পরিবেশিত হবে নায়করাজ অভিনীত চলচ্চিত্রের গানসমূহ। এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মো. খুরশিদ আলম ও ক্ষুদে গানরাজ রাতুল।

এদিন দুপুর সাড়ে ১২টায় স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে ‘তারকা কথন’র বিশেষ পর্ব। পরিচালনা করবেন অনন্যা রুমা এবং বেলা ১টা ৫ মিনিটে দেখানো হবে নায়করাজ অভিনীত চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। পরিচালনায় এস আরমান।

বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন রাজা- নায়করাজ রাজ্জাক। বিংশ শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি থেকে শুরু এরপর নিরন্তর বয়ে চলা। এখন পার করছেন অভিনয়ের চার যুগ। নায়করাজের এই অভিনয় জীবন নিয়ে তৈরি হয়েছে একটি অনুষ্ঠান। উপস্থাপনা করেছেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। অনুষ্ঠানে নায়করাজের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে নায়করাজ রাজ্জাকের সঙ্গে মৌসুমীর’র কথা হয়েছে অনেক, জানা অজানা অনেক অনেক বিষয় নিয়ে হয়েছে আলাপ। আর এসবই থাকছে ‘নায়করাজের চার যুগ’ অনুষ্ঠানে। পরিকল্পনা ও পরিচালনা করেছেন আবদুর রহমান। সকাল সাড়ে ১১টায় এটি প্রচার হবে।

রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’। ৯০ মিনিট ব্যাপ্তির এ জীবনীভিত্তিক তথ্যচিত্রটি রাজ্জাকের মৃত্যুর বছর খানেক আগে থেকেই শাইখ সিরাজ নির্মাণে হাত দেন। এ প্রামাণ্যচিত্রে রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি একসময়ে তার কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। আজ (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এটি দেখানো হবে।

এ সম্পর্কিত আরও খবর