না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হন ব্রায়ান্ট। ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস শহরে পৌঁছালে হঠাৎ করে তার হেলিকপ্টারে আগুন ধরে। এতে ভেতরে থাকা কোবি ব্রায়ান্টসহ সবাই নিহত হন। নিহতদের মধ্যে তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিয়া ওনোরও আছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই কোবির এমন অকাল প্রয়াণে শুধু ক্রীড়ামহলই নয়, শোকের ছায়া নেমে এসেছিল গ্র্যামির মঞ্চেও।
কিংবদন্তি এই খেলোয়াড়কে গ্র্যামির মঞ্চে সম্মান জানিয়ে “ইট’স হার্ড টু সে গুডবাই” শিরোনামের গানটি পরিবেশন করেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা অ্যালিসিয়া কিস। সেসময় তার সঙ্গে আরও যোগ দিয়েছিলেন বয়েজ টু মেন।
গ্র্যামির মঞ্চে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন পপ তারকা লিজ্জো। তিনি বলেন, ‘আজকের এই রাত শুধু তোমার জন্য কোবি।’
শুধু গ্র্যামির মঞ্চ নয়, সোশ্যাল মিডিয়াতেও শোক প্রকাশ করেছেন হলিউড, বলিউড ও ক্রীড়াঙ্গনের তারকারা। গায়িকা টেলর সুইফট টুইটারে লিখেছেন- ‘এমন ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে হৃদয়টা ভেঙে যাচ্ছে। কোবি আমার এবং আমাদের জন্য অনেক কিছু। আমার প্রার্থনা ও ভালোবাসো রইলো তার পরিবারের জন্য।’
রিয়্যালিটি শো তারকা কিম কারদাশিয়ান লিখেছেন- ‘হৃদয়টা ভারি হয়ে আছে। এই মুহূর্তে তার পরিবার কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার কোনও ধারনা নেই কারও। বিশেষ করে ভেনেসা তার স্বামী ও মেয়েকে হারিয়ে কোন অবস্থায় রয়েছে তার কল্পনাও করা সম্ভব না। এটি ভাবলেই কান্না চলে আসছে। আমি ব্রায়ান্টের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
অভিনেতা রণবীর সিং লিখেছেন- ‘মামবা ফরএভার।’
.@aliciakeys and Boyz II Men sing a tribute to Kobe and his family ?pic.twitter.com/BVgqOSWvTw
— Complex (@Complex) January 27, 2020
অভিষেক বচ্চন লিখেছেন- ‘হৃদয়বিদারক। তিনি অনুপ্রেরণার অন্য নাম। তার পরিবারের জন্য সমবেদনা রইলো।’
এছাড়াও শোক প্রকাশ করেছেন রিজ উইদারস্পুর, জিমি কিমেল, সিয়ারা, জন লিজেন্ড, মার্ক অ্যান্থনি, প্রীতি জিনতা, করণ জোহর, বাদশা, লারা দত্ত, অর্জুন কাপুর প্রমুখ।