টিভি পর্দায় জনপ্রিয় মুখ যারা, তাদেরকে নিয়মিত ‘অনুরোধ’ বিড়ম্বনার মুখোমুখি পড়তে হয়।
সারা বছর যে নাটকগুলোর চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তারা, সবই শতভাগ নিজেদের পছন্দ থেকে নয়।
কিছু কাজ করতে হয় অর্থের প্রয়োজনে। কিছু কাজ সংখ্যা বাড়ানোর দরকারে।
আর বেশিরভাগই করেন তারা অনুরোধে।
কাছের নির্মাতাদের অনুরোধ।
চ্যানেল কর্তৃপক্ষের অনুরোধ।
অনেক সময় অনুরোধ আসে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকেও।
চলচ্চিত্রে এসে যদিও তিনি ওইভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেননি, কিন্তু সম্ভাবনা হারিয়ে যায়নি একেবারে।
মম অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ সে সম্ভাবনাকে উষ্কে দিয়েছিলো যদিও, কিন্তু এর ধারাবাহিকতা আর থাকেনি।
ছবিটি মুক্তির পর আরও ছবির অপেক্ষা করে অনেকটা হতাশ হয়ে শেষমেষ মম ফিরে গেছেন টিভি নাটকে।
বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুকে তার স্ট্যাটাস সেটাই ইঙ্গিত করছে।
এখন থেকে আর অনুরোধে গলবেন না জাকিয়া বারী মম।
নাটকের যে গল্পগুলো-চরিত্রগুলো তার পছন্দ হবে, তাকে আগ্রহী করবে; শুধু সেগুলোতেই অভিনয় করবেন- এমনই সিদ্ধান্ত।
মম এরমধ্যে আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দহন’ নামের ওই ছবিতে তিনি আসছেন সাংবাদিক হয়ে।