বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা হলেন ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব অভিনেত্রী রেজিনা কিং।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকালে শুরু হয়েছে অস্কারের জমকালো আসর। গতবারের মতো এবারও সঞ্চালক রাখা হয়নি।
প্রতিবারের মতো মোট ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।