প্রায় ১ বছর পর ‘বাস্তব’ শিরোনামের তৃতীয় গান নিয়ে হাজির হয়েছে ব্যান্ডদল ‘আভাস’। শহরের বাস্তবতার গল্প নিয়ে করা গানটির কথা ও সুর করেছেন তানযীর তুহীন। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।
সম্প্রতি ‘আভাস’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
নতুন গানটি প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল তানযীর তুহীন বলেন, আভাসের আগের গানগুলোর মতোই ‘বাস্তব’ গানটি। এতে শহরের নানা ধরনের জীবন ও চিত্রের বাস্তবতা উঠে এসেছে।
২০১৭ সালে শিরোনামহীন ছাড়ার পর একই বছরের শেষের দিকে নতুন ব্যান্ড ‘আভাস’ গড়ে তোলেন তানযীর তুহীন। এরপর ২০১৮ সালের আগস্ট মাসে ‘মানুষ ১’ শিরোনামে প্রথম গান প্রকাশ করে আভাস। এর পরের বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ‘আভাস’ শিরোনামের একটি গান। সবশেষ প্রকাশিত ‘বাস্তব’ ব্যান্ডদলটির তৃতীয় গান।
বর্তমানে ‘আভাস’ ব্যান্ডের লাইনআপে আছেন লিড গিটার (সুমন), বেস গিটার (রাজু), ড্রামস (রিঙ্কু), কিবোর্ডস (শাওন) ও ভোকাল ( তুহীন)।