নো প্রোগ্রাম: বাপ্পারাজ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:37:41

ঢাকাই সিনেমার বেদনার নায়ক বলা হয় বাপ্পারাজকে। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক।

রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। সিনেমায় নাম বাপ্পারাজ হলে তার প্রকৃত নাম রেজাউল করিম।

বাবা ও ভাইয়ের সঙ্গে বাপ্পারাজ, ছবি: সংগৃহীত

আজ ১১ মার্চ এই চিত্রনায়কের জন্মদিন। এবারের জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপ্পারাজ। এক ক্ষুদে বার্তায় বাপ্পারাজ বার্তা২৪.কমকে এই তথ্য জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, বিশেষ এই দিনের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন নো প্রোগ্রাম।

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমায় স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে তুমল জনপ্রিয়তা পেয়েছেন বাপ্পারাজ। ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

এ সম্পর্কিত আরও খবর