দেশের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হয়েছে সিনেমা হল, নাটক-সিনেমার শুটিং, পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিনেমা মুক্তির তারিখ। এমন পরিস্থিতে করোনায় আতঙ্কিত না হয়ে সতর্কতার জন্য ৭ মিনিটের একটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
‘করোনাকে অবহেলা করো না’ শিরোনামের একটি শর্ট ফিল্ম আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে সম্প্রতি। শর্ট ফিল্মটিতে বাংলাদেশের মানুষের ভ্রান্ত ধারণা গুলোই তুলে ধরা হয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা বার্তা২৪.কমকে বলেন, একজন নির্মাতা হিসেবে দেশের এই পরিস্থিতিতে জনগণকে সচেতন করাই মূল উদ্দেশ্য শর্ট ফিল্মটির। আমি নিজের দায়িত্বের জায়গা থেকে শর্ট ফিল্মটা বানিয়েছি। সকলের প্রতি একটা অনুরোধ সকলে যেনো বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হয়। এই সময়ে পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন বলে আমার মনে হয়। সকলের কাছে অনুরোধ নিজ জায়গা থেকে সকলে পরিচ্ছন্ন থাকবেন। সকলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমরা দ্রুত এই বিপদ থেকে রক্ষা পেতে পারি।