করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ এবং তারকা সকলেই এখন রয়েছে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন)। হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এর ব্যতিক্রম নয়।
লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিজেকে সঙ্গরোধে রেখেছেন মার্কিন এই অভিনেতা। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন তার প্রেমিকা ক্যামেলিয়া মোরনে।
এ প্রসঙ্গে ডিক্যাপ্রিওর একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘তারা সবসময়ই একসঙ্গে থাকেন। তবে গোপনীয়তা মেনে চলে। এমনকি তারা অন্যান্য তারকাদের মতো নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে রাজি নয়। কিন্তু তারা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন।’
এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল ডিক্যাপ্রিও-ক্যামেলিয়াকে।
তবে চমকপ্রদ তথ্য হলো- ডিক্যাপ্রিওর থেকে ২৩ বছরের ছোট ক্যামেলিয়া। তবে এটি নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ক্যামেলিয়া বলেছিলেন, “হলিউড ও ইতিহাসে এমন অনেক প্রেমের সম্পর্ক রয়েছে যেখানে বয়সের ব্যবধান দেখা গেছে। আমার মতে, মানুষের তার সঙ্গে ডেট করা উচিত যার সঙ্গে তিনি করতে চান।”
২০১৭ সাল থেকে মন দেওয়া-নেওয়া চলছে ডিক্যাপ্রিও-ক্যামেলিয়ার। তবে তারা যতোটা সম্ভব সেটি আড়াল করে রাখার চেষ্টা করেন। শিগগিরই তাদের বাগদান সম্পন্ন হবে বলেও দাবি করছে কয়েকটি ঘনিষ্ঠসূত্র। কেননা ডিক্যাপ্রিও নাকি এর আগে কাউকে এভাবে ভালোবাসেনি।