করোনাভাইরাস থেকে বাঁচার ওষুধ তৈরি করতে দিন-রাত এক করে কাজ যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিকিৎসকরা। এবার তাদের প্রশংসায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বারান্দা, দরজা ও ছাদে দাঁড়িয়ে হাততালি দিয়েছে লকডাউন হয়ে থাকা ব্রিটেনরা।
শুধু হাততালি নয়, কেউ কেউ বাজিয়েছেন হাড়ি ও কলসী। চমকপ্রদ তথ্য হলো- এসময় হাততালি দিতে দেখা গেছে হলিউড তারকা দম্পতি ড্যানিয়েল ক্রেগ ও র্যাচেল ভাইস।
হাততালির সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ড্যানিয়েল ক্রেগ লিখেছেন, যারা যেখানে থেকে আমাদের নিরাপদে রাখার জন্য কাজ করে যাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ।
Thank you to everyone, everywhere, who is working to keep us safe. #ClapForOurCarers #ClapForCarers #ClapForNHS pic.twitter.com/muULcU2vvy
— James Bond (@007) March 26, 2020
করোনাভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালিয়ানরা। আর সেখানকার লকডাউন হয়ে থাকা মানুষগুলো প্রথম বারান্দা ও দরজার সামনে দাঁড়িয়ে হাততালি দেওয়া শুরু করেন। এরপর সেটি ছড়িয়ে পড়ে স্পেন ও ফ্রান্সে। কিছুদিন আগে ভারতীয়রাও একই কাজ করেছিল।