করোনাভাইরাসে সঙ্গে লড়াইয়ের জন্য ইতিমধ্যে হলিউড ও বলিউডের অনেক তারকাই অনুদান দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার চার কোটি রুপি অনুদান দিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ৪০ বছর বয়সী এই তারকা চার কোটি রুপি অনুদান দিয়েছেন। এরমধ্যে তিন কোটি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে এবং ৫০ লাখ করে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছেন।
নিজের পরবর্তী ছবি ‘প্রভাস ২০’র জন্য জর্জিয়া গিয়েছিলেন প্রভাস। সেখান থেকে ফিরে বর্তমানে ১৪ দিনের জন্য সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রয়েছেন এই সুপারস্টার।
প্রভাসের আগে, তেলেগু তারকা পবন কল্যাণ ২ কোটি, রাম চরণ ৭০ লাখ, চিরঞ্জীব ও মহেশ বাবু ১ কোটি রুপি করে অনুদান দিয়েছেন।