সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা একজন ব্যবসায়ী। যার জন্য বেশিভাগ সময় লন্ডনে থাকতে হয় এই দম্পতিকে। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই গত সপ্তাহে সেখান থেকে মুম্বাই ফিরেছেন তারা।
এদিকে, করোনাভাইরাসের কারণে অনেক আগেই লন্ডনের সকল ফ্লাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ঘোষণার আগেই মুম্বাই ফিরেছেন সোনম-আনন্দ। কিন্তু এই পরিস্থিতিতে কেনো ঝুকি নিয়ে ভ্রমণ করলেন এই দম্পতি?
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি দেশে ফিরেছি আমার ৬৩ বছর বয়সী বাবার জন্য। যদিও তিনি ৬৩ সংখ্যাটি পছন্দ করেন না। আমার মায়ের বয়সও একই এবং দাদি ৮০ বছর বয়সী। আর এই বয়সের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুকি সবচেয়ে বেশি। তাদের জন্য আমি এবং আনন্দ এই পরিস্থিতিতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেই। যদিও বিষয়টি খুব ভয়ের ছিলো আমাদের জন্য।’