গুজব ছড়ানোর দায়ে অভিনেত্রী নওশাবাকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 13:53:51

চলমান পরিস্থিতিতে ফেসবুকে লাইভে এসে ভুল তথ্য ও গুজব ছড়ানোর দায়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে আনা হয়েছে।

শনিবার (০৪ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে র‍্যাব-১ এর কার্যালয়ে তাকে আনা হয়। র‍্যাবের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করা গেছে।

এর আগে ধানমন্ডির জিগাতলায় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মিথ্য তথ্য ও গুজব ছড়ানোর নওশাবা আহমেদের ফেসবুক লাইভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

নওশাবা তার ফেসবুক লাইভে বলেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও দুই শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে।

যদিও নওশাবার এমন অভিযোগের কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি।

তিনি তার ফেসবুক লাইভের আরও বলেন, জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে। একই সঙ্গে দুইজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট।

বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।

 

এ সম্পর্কিত আরও খবর