করোনায় গ্র্যামী জয়ী সংগীতশিল্পীর মৃত্যু

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-12 16:22:32

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রান হারিয়েছেন জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা, গীতিকার অ্যালান মেরিল, অভিনেতা মার্ক ব্লাম, বাদ্যশিল্পী মনু দিবাঙ্গোসহ আরও বেশ কয়েকজন তারকা। এবার এই তালিকায় যুক্ত হলো আরও এক জনপ্রিয় তারকার নাম।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীতশিল্পী জো ডিফি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর।

গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন জো। পরে ২৯ মার্চ জো ডিফির প্রচারক স্কট অ্যাডকিনস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভাইরাসজনিত জটিলতার কারণে টেনেসির ন্যাশভিল শহরে মারা যান এই গায়ক।

ওকলাহোমা, তুলসার বাসিন্দা ডিফি ২৫ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড অলে ওপ্রে-র সদস্য ছিলেন। তার হিট গানগুলোর মধ্যে রয়েছে- হানকি টঙ্ক অ্যাটিচিউড, প্রোপ মি আপ বিসাইড দ্য জুকবক্স, বিগার দ্যান দ্য বিটলস এবং ইফ দ্য ডেভিল ড্যান্স।

‘ওল্ড ট্রেন’ গানটির জন্য গ্র্যামী অ্যাওয়ার্ড জিতেছিলেন ডিফি। তবে মেরেল হ্যাগার্ড, মার্টি স্টুয়ার্ট এবং অন্যদের সাথে অ্যাওয়ার্ডটি ভাগ করে নিতে হয় তাকে।

জো ডিফির শেষ একক অ্যালবামটি প্রকাশ পায় ২০১০ সালে। নাম ছিলো ‘দ্য ব্লুগ্রাস অ্যালবাম: হোমকামিং’।

এ সম্পর্কিত আরও খবর