করোনা মোকাবিলায় ব্যয় হচ্ছে সিনেমার বাজেট

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 03:58:11

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে গেল ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিলো ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং। দেশের করোনা পরিস্থিত বিবেচনায় সিনেমাটি শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। দেশের করোনা পরিস্থিতি ভালো হলে দেশের শীর্ষ নায়ক শাকিব খান, নায়িকা মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক ও প্রযোজক অনন্য মামুন।

কিন্তু এবার জানা গেলো, দেশের করোনা মোকাবিলায় ব্যয় ‘নবাব এলএলবি’ সিনেমার বাজেট ব্যয় করে দিচ্ছে সেলিব্রেটি প্রোডাকশন। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, এরই মধ্যে সিনেমাটির বাজেট থেকে ডাক্তারদের ২৫ হাজার পিস পিপিই দিয়েছি। কুয়েত মৈত্রি, আলবারাকা, কুর্মিটোলা হাসপাতাল, বরিশাল পুলিশসহ আরও বেশ কিছু হাসপাতালের চিকিৎসকদের মধ্যে আমরা পিপিইগুলো বিতরণ করেছি। আমরা ধারাবাহিকভাবে সিনেমার পুরো টাকা করোনা প্রতিরোধে ধারাবাহিকভাবে ব্যয় করবো। সিনেমাটির নায়ক শাকিব খানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

অনন্য মামুন আরও জানিয়েছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন বাজেট নিয়ে শুরু হবে ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং।

এ সম্পর্কিত আরও খবর