করোনায় চলচ্চিত্রের বিশাল ক্ষতি হয়েছে বলে মনে করেন না রিয়াজ

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 19:15:47

দেশে চলমান করোনা পরিস্থিতিতে এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকাই সিনেমার বাজার। এই সময়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে থাকা প্রায় ৮টি সিনেমা মুক্তি পায়নি, নির্মাণ বন্ধ আছে একাধিক সিনেমার আর দেশজুড়ে প্রেক্ষাগৃহ বন্ধ দীর্ঘদিন। এসব কারণে চলচ্চিত্র শিল্পের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুর।

তবে এমন মোটা অঙ্কের ক্ষতি প্রসঙ্গে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা রিয়াজ বলছেন ভিন্ন কথা। করোনা পরিস্থিতিতে দেশের চলচ্চিত্র শিল্পের ক্ষতি প্রসঙ্গে রিয়াজের বক্তব্য, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি করোনার আগেও যে বিশাল কিছু ছিল, তা কিন্তু না। আগেও যা ছিল, এখনও তাই মনে হচ্ছে আমার কাছে।

রিয়াজ ,ছবি: সংগৃহীত 

রিয়াজ বার্তা২৪.কমকে আরও বলেন, ১২০০ সিনেমা হল থেকে যখন মাত্র ৮০টিতে নেমে এসেছে, সেটা তো কোন ভাইরাস ছাড়াই নেমে এসেছে। এ দুর্যোগ কাটানোর পর কি হবে সেটা আসলে আমি জানি না। তবে আমার কাছে খারাপ লাগছে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষজনের জন্য। যারা দিন আনে দিন খায়, শুটিং করে দিনযাপন করে তাদের জন্য এখন খুব কঠিন সময় যাচ্ছে। তাদের জন্য বেশী খারাপ লাগছে।

 

এ সম্পর্কিত আরও খবর